about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

বন্ধুর পাতানো ফাঁদে বন্ধু- চাঁপাই অনুসন্ধান ডটকম

Share it:

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার রুমন আলী (৩২) এবং বগুড়ার কাহালু উপজেলার আব্দুস সবুর (৩৮)। শ্রমিক হিসেবে মালয়েশিয়াতে গিয়ে দুজনের পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব।
প্রবাস জীবন শেষে দেশে ফিরে বন্ধুত্বের রেশ ধরে চাঁপাইনবাবগঞ্জে এসে অপহরণের শিকার হন সবুর। অপহরণকারী প্রবাসের বন্ধু রুমন।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, মালয়েশিয়াতে কর্মজীবন শেষে প্রায় চার বছর আগে সবুর দেশে ফিরে আসলেও তাদের বন্ধুত্বের সর্ম্পক বাজায় ছিল।
দেশে এসে ঢাকায় ব্যবসা শুরু করা সবুর রুমনের বাড়িতে বগুড়ার দই পাঠালে রুমনের পরিবার থেকে সবুরের পরিবারে পাঠানো হতো চাঁপাইনবাবগঞ্জের আম।
রুমন কিছুদিন আগে দেশে ফিরে আসলে বন্ধুত্বের জেরে সবুরকে তার বাড়ি বেড়াতে আসার আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণে সাড়া দিতে গিয়েই ১৬ই ডিসেম্বর ২০১৯খ্রি. বন্ধুর বাড়ির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ এসে অপহরণের শিকার হয়। পরে বেরিয়ে আসে অপহরণকারী আর কেউ নয় প্রবাস জীবনের বন্ধু রুমন।
তিনি জানান, সবুর কানসাটে পৌছলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী রুমন তার কয়েকজন সহযোগীকে নিয়ে সবুরকে অপহরণ করে কানসাট রানীনগরের একটি আখ ক্ষেতে বেঁধে রাখে।
পরে দুটি বাড়িতে চার দিন আটকে রেখে সবুরের ব্রাক ব্যাংকের এটিএম কার্ড দিয়ে দুই লাখ ৩৫ হাজার টাকা তুলে নেয়। পরে সবুরের ফোন ব্যবহার করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে কথিত বন্ধু ও অপহরণকারী দল।
অপহরণ ও চাঁদা দাবির ঘটনার পর সবুরের স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ পুলিশের স্মরণাপন্ন হলে পুলিশ তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে গত ২১ ডিসেম্বর ২০১৯খ্রি. চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের নন্দীপুর এলাকা থেকে সবুরকে উদ্ধার করেন।
এ সময় আটক করা হয়, অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত রুমনের বন্ধু সুমন রেজাকে। সোমবার সুমন রেজাকে আদালতে সর্পোর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘সুমনের জবানবন্দিতে অপহরণের চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে এসেছে। অপহরণ চক্রের অন্য সদস্যদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।।
Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

2 comments: