নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বাঁতেন খাঁ মোড়ে অবস্থিত স্বস্তি হাই স্কুল এ প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে। আপনার বাসার সন্তান কে মানসম্মত শিক্ষা প্রদানে উৎসাহ করুন ও স্বস্তি হাই স্কুলে ভর্তি করুন। চলতি ডিসেম্বর মাস জুড়ে চলছে ভর্তি কার্যক্রম। আসন সংখ্যা ৩০ জন।
বাঁতেন খাঁ মোড়ে অবস্থিত স্বস্তি হাই স্কুলের শিক্ষকমণ্ডলী অতি যত্নসহকারে প্রতিটি ছাত্র ছাত্রী কে শিক্ষা প্রদান করেন। এখানে রয়েছে খেলাধুলার উপকরণ ও বিনোদনের ব্যবস্থা। দুরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবাসিক এর সু ব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অনেক পুরাতন এই স্বস্তি হাইস্কুল। দীর্ঘ ১৩ বছর যাবত সযত্নে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করে আসছেন। আজ জেলা জুড়ে অনেক স্কুলের ছড়াছড়ি কিন্তু আমাদের লক্ষ ও উদ্দেশ্য প্রতিটা ছাত্রছাত্রী কে মানসম্মত শিক্ষা প্রদানে মনোযোগ স্থাপন করা ও শিক্ষার পাশাপাশি সকল ধরনের বিনোদন এর ব্যবস্থা করা।
আপনার সন্তান কে স্বস্তি হাইস্কুলে ভর্তি করে স্বস্তিতে থাকুন।
স্থায়ী ঠিকানাঃ
স্বস্তি হাইস্কুল,
বাঁতেন খাঁ মোড় চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল নং ০১৭১৭৫১৪৬৯৯



Post A Comment:
0 comments: