about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

চাঁপাইনবাবগঞ্জের নামশংকরবাটির ইমরুল আলম রোড এক্সিডেন্ট এ ঢাকায় নিহত-চাঁপাই অনুসন্ধান

Share it:


নিজস্ব প্রতিবেদকঃ- কার কাছে বিচার চাচ্ছো? তুমিই তো তোমাকে খুন করার জন্য রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছিলে। আত্মহত্যার ভয়ে যেমন কেউ খুনী ভাড়া করে।
আরো একটি তাজা প্রাণ ঝরে গেলো গাড়ি চাপায়। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল প্রজেক্ট এর কাজের জন্য এক রেকার গাড়িচালক এর অসর্তকতায় প্রাণ গেল একজন হাস্যজ্জ্বল ছেলের। এতদিন টিভিতে, নিউজে অনেকের মৃত্য দেখলাম সড়ক দুর্ঘটনায়। কিন্তু আজ বেশি খারাপ লাগছে স্কুলের এক বছরের সিনিয়র  ভাই ইমরুল আলম এর মৃত্যুতে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী এলাকার ও হরিমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, বর্তমানে ডেফোডিল ইউনিভারসিটির ছাত্র ও আমার খুব কাছের এক সিনিয়র  ভাই ইমরুল আলম আজ রোড ঢাকায় রোড এক্সিডেন্ট এ মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহে ওইন্না ইলাহি রাজিউন। আমি তার এই অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।
আল্লাহ জেন ইমরুল আলম কে জান্নাতবাসী করেন। আমিন-- shahinul Islam polash.

যে দেশে জীবনের কোন মুল্য নাই, সেদেশের উন্নয়নের জোয়ারে তোমরা ভেসে যাও, আনন্দ মিছিল করো উন্নয়নের। মানুষ মরে গেলে উন্নয়ন কি গরু ছাগল উপভোগ করবে? কবে তোমাদের জ্ঞান হবে, কবে তোমরা নিজের অধিকার বুঝবা?

ক্ষমতা ভোগের সাথে শয়তান ও মৃত্যুদূতের চুক্তি হাজার বছরের পুরোনো আর ভোগান্তির সাথে শ্বাশত চুক্তি জনতার।
শোক প্রকাশে_______
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়,
চাঁপাই নবাবগঞ্জ।
Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

0 comments: