অনলাইন ডেস্কঃ ইসি সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএম ব্যবহার করে মৃত ভোটাররা ভোট দিয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তা তদন্ত করে দেখছে নির্বাচন কমিশন ( ইসি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচন সচিবালয়ে সাংবাদিকদের ইসি সিনিয়র সচিব মো. আলমগীর এসব কথা বলেন।
বিএনপির সঙ্গে কমিশনের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধি দল এসেছিল। তারা কিছু অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন ধৈর্যের সঙ্গে শুনেছে। চট্টগ্রামের নির্বাচন নিয়ে তাদের অভিযোগের কথা জানিয়েছে। কমিশন বলেছে সাধারণ যে অভিযোগ সেটি গেজেট হয়ে গেলে কমিশনের হাতে থাকে না, এ বিষয়ে আদালতের আশ্রয় নিতে পারেন। বিশেষ অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে অভিযোগ প্রমাণ পেলে কমিশন ব্যবস্থা নেবে। বিশেষ অভিযোগ বলতে তারা বলেছে মৃত ভোটার, প্রবাসী ভোটার কিভাবে ভোট দিলেন?
মো. আলমগীর বলেন, ‘ইভিএমে মৃত ভোটার ভোট দিতে পারে না। অথবা বিদেশে আছেন, উনি কিভাবে ভোট দিলেন। একজন মৃত ভোটার কিংবা বিদেশে থেকে তো ইভিএমে ভোট দেওয়ার সুযোগ নাই। এ জন্য তাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তারা দিয়েও গেছেন।’ সচিব আরও বলেন, সেখানে যদি আমরা দেখি যে, প্রকৃতপক্ষেই মৃত এবং তার পক্ষে কেউ ভোট দিয়ে গেছে, তাহলে অবশ্যই বুঝতে হবে, সিস্টেমের কোথাও একটা ডিউ লার্ন। ইভিএম তো দোষ করতে পারে না, তাহলে এই দোষের সঙ্গে জড়িত কারা। আর যদি দেখা যায়, অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, উনি জীবিতই আছেন, জাহির হয়ে যদি বলেন আমিই ভোট দিয়েছি। যাই হোক না কেন, সত্য বের করতে হবে। কমিশন বলেছে, এটার সত্যতা তারা বের করবে।

Post A Comment:
0 comments: