about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

প্রেমিকার অন্যত্র বিয়ে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রেমিকের আত্মহত্যা-- চাঁপাই অনুসন্ধান

Share it:


অনলাইন ডেস্কঃঅন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে প্রেমিকার। খবর পেয়ে প্রেমিক যুবক হৃদয় মসজিদের মাইকে নিজের মৃত্যুর ঘোষণা দেন। এরপর বিষপান করে বাড়িতে যাওয়ার সড়কে আত্মহত্যা করেন তিনি।

বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউপির স্বল্প পেন্নাই গ্রামে এমন ঘটনা ঘটেছে। মৃত যুবক ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, হৃদয় এলাকার এক মেয়েকে ভালোবাসতেন। ভালোবাসার মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে পাত্র ঠিক করা হয়েছে। এমন খবর পেয়ে বিষপান করে বাড়ি যাওয়ার সড়কে লুটিয়ে পড়েন।

এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন তার মা। সেই হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে ঢাকা নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

হৃদয়ের মা রফেজা বেগম জানান, তার ছেলে কি কারণে বিষপানে আত্মহত্যা করেছে, তিনি কিছুই জানেন না। তবে মৃত্যুর আগে সন্ধ্যায় গ্রামের মসজিদের মাইকে নিজের মৃত্যুর খবর দেয় হৃদয়।

মাইকের ঘোষণায় বলা হয়, তমিজ উদ্দিনের ছোট ছেলে হৃদয় মৃত্যুবরণ করেছে, রাতেই তার জানাজা। তিনি আরো জানান, অনেকে এটাকে পাগলামি মনে করেছেন। তার ছেলে এভাবে আত্মহত্যা করবে তা ভাবেননি তিনি।

Share it:

জীবনের কথা

Post A Comment:

0 comments: