about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

শিবগঞ্জে আওয়ামীলীগ এর দুই গ্রুপে সংঘর্ষ-পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ --চাঁপাই অনুসন্ধান

Share it:



নিজস্ব প্রতিবেদকঃচাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতিকুল ইসলাম।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে ওসি আতিকুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় পুলিশ। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি জানান, শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষণগণনা অনুষ্ঠান চলাকালে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বক্তব্য রাখা শুরু করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকরা স্লোগান দিতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছোটখাটো গণ্ডগোল হওয়ায় আলোচনা সভা বন্ধ হয়ে যায়।’
অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আলোচনা সভার স্থানটি ছোট ছিল। নেতাকর্মীদের বসার স্থান সংকুলান না হওয়ায় সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি।’
পুলিশ জানায়, সংঘর্ষের কারণে মঞ্চের সামনে থাকা শতাধিক চেয়ার ভাঙচুর করে উভয় পক্ষের নেতাকর্মীরা।
Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

0 comments: