about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

শিবগঞ্জে একই দিনে ১৩ টি প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ডাক্তার শিমুল- চাঁপাই অনুসন্ধান

Share it:


নিজস্ব প্রতিবেদকঃ-
আজ সারাদিন রবিবার সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ১১ টি স্কুল ও  দুইটি রাস্তার মোট ১৩ টি প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় এমপি ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উক্ত প্রকল্প গুলি হল- সরকারি প্রাইমারি বিল্ডিং,,কার্পেটিং রাস্তা,,হেয়ারিং রাস্তা,, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকলা গ্রাম হিন্দুপাড়া হইতে হাড়িপুকুর বিনোদ নগর মনজুর বাড়ী হইতে ধুমপাড়া গ্রাম রাস্তার, গাজীপুর বিশি রাস্তা হইতে নকিবুদ্দিন বাড়ি উত্তর মকিমপুর গ্রাম, দাইপুখুরিয়া ইউপি মোড় হইতে উত্তর মুকিমপুর রাস্তা, দাঁরি গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাহা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাখোর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিবগঞ্জ উপজেলা তৃনমূল পর্যায়ের নেতাকর্মী জানান এই ভাবে যদি শিবগঞ্জে উন্নয়নমূলক কাজ হয় তাহলে আমাদের শিবগঞ্জ উপজেলা
বাকি চার বছরে রাজশাহী বিভাগের অর্থাৎ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিচিত লাভ পাবে।

একজন তৃনমূল নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি আমাদের জানান, আমার প্রান প্রিয় নেতার হাত দিয়েই ইনশাআল্লাহ আল্লাহ শিবগঞ্জের উন্নয়ন হবেই হবে।  তিনি আরো বলেন আল্লাহ যেন আমার নেতা ডাক্তার ভাই কে নেক হায়াত দান করেন,এবং শিবগঞ্জের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ার শক্তি দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বর্তমানে অনন্য উপজেলার চাইতে অনেক টাই এগিয়ে। ডাক্তার শিমুল যে ভাবে দিনরাত শিবগঞ্জ উপজেলার উন্নয়নে কঠর পরিশ্রম করে যাচ্ছেন এতে শিবগঞ্জ উপজেলা উন্নয়নের রোল মডেল হতে বেশি দিন সময় লাগবে না। মাননীয় এমপি ডাক্তার শিমুল শত ব্যস্ততার মধ্যেও উপজেলার গরিব দুঃখী অসহায়  মানুষ কে বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। আর একজন এমপি হয়ে রাজনীতির পাশাপাশি এই চিকিৎসা সেবা প্রদান করাই অনেকটাই মানুষের অন্তরে যায়গা করে নিয়েছেন।
Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

0 comments: