আজ ঐতিহাসিক ৮ জানুয়ারী-- চাঁপাই অনুসন্ধান
আজ ঐতিহাসিক ৮ জানুয়ারী। ১৯৭২ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘ নয় মাস কারাভোগের পর মুক্তি দেওয়া হয়।২৬ মার্চ ১৯৭১ সাল থেকে ৮ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত, তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরের মিলানওয়ারি কারাগারে অত্যন্ত কষ্টের জীবন কাটান এই মহান নেতা ও বাঙালি জাতির পিতা ও স্বাধীনতার জনক।১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাঙালির বিজয় অর্জিত হলেও তা পরিপূর্ণতা পায় বঙ্গবন্ধুর মুক্তির সংবাদের মাধ্যমে।জাতীয় ও আন্তর্জাতিক চাপে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়, পাকিস্তান এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে করে বঙ্গবন্ধুকে পাঠানো হয়।এবং সে সময় পাকিস্তান রেডিওতে ঘোষনা করতে থাকে শেখ মুজিবকে মুক্ত করে দেওয়া হয়েছে।কিন্তু কোন দেশে কখন অবতরণ করবে, তা উল্লেখ করা হয় নাই।বাংলাদেশের জনগণসহ সারাবিশ্ব এই সংবাদের জন্য উদগ্রীব হয়ে থাকে, তখন সবচেয়ে আলোচিত বার্তা সংস্থা রয়টার্স ঘোষণা করে বাঙালি জাতির স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।এই খবর পেয়ে তৎকালীন বৃটেনের বিরুধী দলের নেতা বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যান।বৃটিশ সরকার ও বঙ্গবন্ধুকে সংবর্ধনা দিয়ে মটর শোভাযাত্রার মাধ্যমে লন্ডনের বিখ্যাত ক্লারিজেস হোটেলে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে বঙ্গবন্ধু তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কথায় ছিল "জয় বাংলা " তিনি আরও বলেন " আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুস্থ আছি,পাকিস্তানের বন্দীশিবির থেকে মুক্তি পেয়েছি, আমার দেশের জনগণ যখন আমাকে রাষ্ট্রপতি বানিয়েছে,আমি তখন পাকিস্তানের কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন দেশকে আপনাদের স্বীকৃতি দিতে হবে, আমি খুব শীঘ্রই জাতিসংঘে বাংলাদেশকে স্বীকৃতি দানের বিষয়টি উপস্থাপন করব।এরপর বঙ্গবন্ধু ভারত হয়ে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরত আসেন।

Post A Comment:
0 comments: