নিজস্ব প্রতিবেদকঃ- শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর মাঠে ২য় প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলায় গোমস্তাপুর ফুটবল একাদশকে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব একাদশ।
এ উপলক্ষে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, আ.লীগ নেতা আনোয়ারুল হাসান আনু মিয়া, ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
শেষে সংসদ সদস্য- রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের উন্নতিকল্পে ৩ লাখ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন।

Post A Comment:
0 comments: