নিজস্ব প্রতিবেদকঃ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-বাইপাস এলাকায় রবিউল ইসলাম রবি (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিউল ইসলাম রবি সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি আমনুরা-কলোনীপাড়ার মৃত আব্দুল বারী মন্টু চৌধুরীর ছেলে। বিগত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে হত্যা করা হয়।
তবে স্থানীয় বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা গেছে রবিউল ইসলাম রবিকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।এর আগেও একইভাবে কয়েকবার রবির উপর হামলা চালিয়েছিল দূর্বৃত্তরা,যা স্থানীয় থানা সহ সকলেই উক্ত বিষয়ে অবগত।তবে ঐ সকল হামলার কারন হিসেবে জানা যায়,রবি আমনুরা অঞ্চলে ব্যাপক জনপ্রিয় মানুষ ছিলেন।আওয়ামী মতাদর্শের ব্যাক্তি হিসেবেও তার সুনাম ছিল জেলাজুড়ে।তবে লোকমূখে প্রচলিত আছে আগামী ইলেকশনে তার চেয়ারম্যান পদপ্রার্থীও হওয়ার কথা ছিল। তবে পারিবারিক জমি জমা নিয়ে নিজেদের মধ্যে কিছু বিরোধের কথাও জানা যায় সংশ্লিষ্ট সূত্রটি থেকে।
এদিকে রবিউল ইসলাম রবিকে রামেক হাসপাতালের পোস্টমর্টেম শেষে শুক্রবার তার দেশের বাড়ী আমনুরা এলাকার বালিকাপাড়ায় জানাজা সম্পন্ন করা হয়েছে বলে জানায় তার পরিবার।
এদিকে রবির পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে নিহত রবির ছেলে ফয়সাল আলী রিয়াদ একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জিয়া।

Post A Comment:
0 comments: