মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সম্মানিত জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি জাতি ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল। তারই ধারাবাহিকতায় ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশ সুখি সমৃদ্ধ স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে।
আমি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করি এবং এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ ও জেলাবাসীর সুখ ও সাফল্য কামনা করি।
শুভেচ্ছান্তে------🌷🌷🌷
মোঃ জহুরুল ইসলাম
প্রধান শিক্ষক
স্বস্তি উচ্চ বিদ্যালয়
বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ।


Post A Comment:
0 comments: