নিজস্ব প্রতিবেদকঃ-
আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারক পুর ইউনিয়নের উপরটোলা কলাবাড়িতে সন্ধান পাওয়া গণকবর পরিদর্শনে গিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
মাননীয় এমপি ডাক্তার শিমুল গণকবর পরিদর্শনে গিয়ে বলেন,
চাঁপাইনবাবগঞ্জ কে শত্রুমুক্ত করার জন্য যে সকল সূর্য সন্তানরা ১৯৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন সেই সকল শহীদদ ব্যক্তিদের গণকবর দেওয়া হয় এখানে। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন মাননীয় এমপি।
মাননীয় এমপি আরো বলেন,
১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন জায়গার সাধারণ নিরীহ মানুষ কে গুলি করে হত্যা করে পাকিস্তানিরা। আর হত্যা করেই এখানে কবর দেন চাঁপাইনবাবগঞ্জ এর শহীদদের। আমি এই গণকবর এর সন্ধান পাওয়া গিয়েছে এমন খবর শুনলে চলে আসি মোবারক পুর ইউনিয়নে দেখার জন্য।
মাননীয় এমপি আরো বলেন, আমি এসে দেখলাম এখানে সন্ধান পাওয়া গণকবর এর কথা সত্য। আর এখন থেকে এই গণকবরের রক্ষণাবেক্ষণ সহ যা করা লাগবে তা স্থানীয় নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আমি করব।

Post A Comment:
0 comments: