নিজস্ব প্রতিবেদক- চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবমবারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃষকলীগের উদ্যোগে শুভেচ্ছা র্যালি ও আলোচনা সভা করেছে শিবগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শুভেচ্ছা র্যালিটি ডাকবাংলো থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলোতে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, কৃষক লীগের উপজেলা সভাপতি সাখাওয়াত হোসেন তুষার, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি বেনজির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান সহ স্থানীয় নেতাকর্মী।

Post A Comment:
0 comments: