about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

কালিনগরে ৯৩৭জন মানুষ কে ফ্রি সেবা দিয়ে মহান বিজয় দিবস পালিত--চাঁপাই অনুসন্ধান

Share it:

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ১৪ নং সুন্দরপুর ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার ১৩ নং ঘোড়াপাখিয়া ইউনিয়ন নিয়ে গঠিত একটি গ্রাম যার নাম কালিনগর গ্রাম। উক্ত কালিনগর গ্রামে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় বন্ধু বন্ধু সেচ্ছাসেবী নামে একটি অরাজনৈতিক সংগঠন। যাদের অফিস কালিনগর ইংলিশ মোড়ে অবস্থিত।

বন্ধু বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের  সদস্য সংখ্যা মোট  ৩৫জন। এই সংগঠন টি একটি অরাজনৈতিক সংগঠন। কালিনগর গ্রামের মানবিক কাজে স্বেচ্ছায় যে কোন সাহায্য সহযোগিতা করে থাকেন এই সংগঠন টি। যেমন-গরীব মেধাবী ছাত্র/ছাত্রীকে বাৎসরিক বৃত্তিপ্রদান,চক্ষুশিবির,স্বেচ্ছায় রক্তদান অন্যান্য।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠন টি গ্রামের মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করার মধ্য দিয়ে  কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন।

আজকের রক্তের গ্রুপ পরিক্ষা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মোঃ হাবিবুর রহমান,চেয়ারম্যান ১৪নং সুন্দরপুর ইউনিয়ন সহ স্থানীয় জনসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই ক্যাম্পে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়েছে ৯৩৭জন নারী পুরুষের। এই সব সাধারণ মানুষদের রক্ত পরিক্ষা করেছেন -- বাঁধন, রাজশাহী কলেজ ইউনিট  রাজশাহী জোন।

এমন একটি অরাজনৈতিক সংগঠন কে তাদের আজকের এই বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা কে স্বাগত জানিয়েছেন কালিনগর গ্রামের স্থানীয় জনসাধারণ।

এমন ধরনের অরাজনৈতিক সংগঠন আমাদের সমাজে বেশ বড়ই প্রয়োজন। চারিদিকে যখন সংগঠনের ব্যানারে  চলছে দেশ জুড়ে হরিলুট তখন স্তব্ধ গোটা মানব সমাজ। আসুন আমরা এমন অরাজনৈতিক সংগঠন গ্রামে গ্রামে গড়ে তুলি। সাথে কিছু সাধারণ নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য এগিয়ে আসি।

আমাদের অনলাইন নিউজ পত্রিকা 🔍চাঁপাই অনুসন্ধান ডটকমের 🔎পক্ষ থেকে আপনাদের সকল কে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা।

Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

0 comments: