শিবগঞ্জে বিএনপি ঢাকাতে আওয়ামীলীগ এমন টাই গুঞ্জন উপজেলা জুড়ে-- চাঁপাই অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদকঃ
শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হেলিম কে নিয়ে চলছে শিবগঞ্জ জুড়ে বেশ গুঞ্জন। কেউ বলছেন আওয়ামীলীগ এ যোগদান করেছে কেউ বলছে ঢাকাতে আওয়ামীলীগ দেশে বিএনপি। কিন্তু আসলেই কি তাই? না মেয়র হেলিম জানান ডিপুটি স্পিকার এসেছিল আমার কম্পানি পরিদর্শনে তখন আমি কিছু গরিব অসহায়দের মাঝে কিছু কম্বল বিতরণ করি এটা দোষের কিছু নয়। আমি একজন পরিক্ষিত বিএনপি পরিবারের মানুষ আমাকে নিয়ে কেউ গুঞ্জন করবেন না।
মেয়র হেলিম আরো জানান আমাকে নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা না বুঝেই এই সব আজেবাজে মন্তব্য করছেন।

Post A Comment:
0 comments: