প্রথমেই জানাই শুভ জন্ম দিনের শুভেচ্ছা স্যার।
আমাদের চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার জনাব টি এম মুজাহিদুল ইসলাম স্যার চলে যাবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার জনসাধারণ এর আস্থা ছিল পুলিশ সুপার টি এম মোজাহিদ ইসলাম স্যার।
যেতে নাহি দিব হাই তবু চলে যেতে হয় আর এটাই প্রকৃতির নিয়ম। যখনি সাধারণ মানুষের অন্তরে সাড়া ফেললেন তখন বেজে উঠল এক বিদায় ঘন্টা।
আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম স্যার।
যখনি শুনলাম স্যার আমাদের চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তখনি মন্টা আনমনা হয়ে গিয়েছিল।
এতদিন যে মায়ামোহ আমাদের সাধারণ জনগণ এর ভিতর প্রদান করেছিলেন তা অক্ষরে অক্ষরে লিখা থাকবে স্যার।
আপনার চলে যাওয়া শুনে নিজেকে বুঝাতে পারছিনা প্রশাসন এর চাকরি এমন হয় কেন। যখনি চাঁপাইনবাবগঞ্জ জেলাটিকে গুচ্ছ করে গড়ে তুলার শপথ নিলেন আর ধীরে ধীরে তা বাস্তবায়ন করলেম তখনি চলে আসল উপর মহাল থেকে বদলির ডাক।
আপনি চলে গেলেও আপনার সৃতি জেলার আনাচেকানাচে বিদ্যমান হয়ে থাকবে।
আপনার বিদায় নিয়ে চলে যাওয়া আমাদের জেলাবাসীকে ব্যথিত করেছে স্যার। সরকার দলীয় বিরোধী দলীয় থেকে সর্ব জনতা আপনাকে আপনার কাজ কর্ম কে সম্মান করে এসেছেন। আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন মানুষের অন্তরে মিশে রয়েছিলেন।
আপনার পদ চারণায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উপর সাধারণ জনগণ এর একটি আস্থা বিশ্বাস জন্ম হয়েছিল স্যার।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উপর যে আস্থা তৈরি হয়েছিল তা কেমন কাটবে আগামীর দিন গুলি তা এখন দেখার অপেক্ষা।
স্যার মুজাহিদুল ইসলাম, মাদক,বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি,ছিন্তাই,ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কাজ বন্ধের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেলেন।
যখনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের তদবিরে জেলাবাসী সন্তুষ্ট তখনি বেজে উঠল বিদায় ঘন্টা।
স্যার আপনাকে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী দৃঢ়রূপে পেয়ে অনেক শান্তি পেয়েছিল। সেই শান্তি আগামীতে কতটুকু বজায় থাকবে তা জানিনা তবে আপনাকে মনে রাখবে এই চাঁপাইনবাবগঞ্জবাসী।
সর্বশেষ আপনার সৎ নিষ্ঠাবান কার্যক্রম পরিচালনা কে স্যালুট জানাই সেই সাথে জন্ম দিনের শুভেচ্ছা রইলো। আপনার সুস্থতা কামনা করছি----চাঁপাই অনুসন্ধান ডটকম🔎🔎

Post A Comment:
0 comments: