শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাননীয় এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল একজন তৃনমূল রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি।
তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসন থেকে ২০১৮ সালের এই দিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
ডাঃ শিমুল এমপি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকাশা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মইন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তার যিনি এই শিবগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য ছিলেন ও মাতার নাম মরহুমা রোকেয়া আহমেদ।
মাননীয় এমপি ডাক্তার শিমুল শিক্ষাজীবনে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডাক্তার শিমুল শিক্ষাজীবন শেষ করে চিকিৎসা পেশায় যুক্ত হন।
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের একজন সম্মানিত চিকিৎসক। ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি ছাত্রজীবনে ছোট থেকেই বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতির সাথে যুক্ত হন।
তিনি ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সহসভাপতি ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিএনপির শাহজাহান মিয়াকে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন সৎ আদর্শবান মনের মানুষ এমপি ডাক্তার শিমুল। যিনার রাজনীতি জন্ম লগ্নথেকেই। একজন মহান পেশার অধিকারী মাননীয় সাংসদ জনাব ডাক্তার শিমুল এমপি । শিবগঞ্জ উপজেলার বর্তমান রাজনীতিতে ও উন্নয়নে অনেক এগিয়ে। বিগত আমলের চেয়ে গেলো এক বছরের অবদান অনেক যা উপজেলাই দৃশ্যমান। ডাক্তার শিমুল এমপি একজন শান্তপ্রকৃতির মানুষ। যিনি রাজনীতির মাঠে অনেক সচ্ছলতা অবলম্বন করে রাজনীতি করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক উনি তৃনমূল পর্যায়ের সকল নেতাকর্মী কে নিয়ে রাজনীতি করে যাচ্ছেন। উনার সচ্ছ রাজনীতি শিবগঞ্জ উপজেলার উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে।
আজ এক বছর পুর্ন হয়েছে বিজয়ের। এর ধারাবাহিকতায় মাননীয় এমপি ডাক্তার শিমুল শিবগঞ্জ উপজেলা সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল কে গণতন্ত্রের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

Post A Comment:
0 comments: