ভোলাহাট উপজেলায় হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট এই প্রথম ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জের সভাপতিত্বে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জাম বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোসফিকুল ইসলাম তারা, ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম রুহুল আমিন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, সাবেক ভোলাহাট ইউপি চেয়াম্যান মাহাতাব উদ্দিনসহ অন্যরা।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর মধ্যে ছিলেন, আলহাজ্ব মাওলানা তাজামুল হক, মাওলানা জালাল উদ্দিন কাশেমী ও আলহাজ্ব মাওলানা মোঃ লুৎফর রহমান।
কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় ভোলাহাট ইউনিয়নের বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার মোট ২৯ জন হাফেজ অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন হাফেজ মোঃ আসমাউল হক, দ্বিতীয় স্থান অধিকার করেন হাফেজ মোঃ আরাফাত, তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ মোঃ আব্দুর রহমান।
পরে বিজয়ীদের একটি করে বাই সাইকেল, আল কুরআন, জায়নামাজ, টুপি-পাঞ্জাবী পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এর পূর্বে বিভিন্ন কাজের সফলতায় ভোলাহাট ইউপির ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

Post A Comment:
0 comments: