শিবগঞ্জ হবে এক উন্নত উপজেলা- ডাক্তার শিমুল এমপি--চাঁপাই অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদকঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোটিকরী আলিম মাদ্রাসায় ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে উদ্বোধনী ও আলোচনা সভায় মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলি বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনসহ অন্যরা। বিকেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কানসাট স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। কানসাট ক্লাবের ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব বনাম কানসাট ক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয়।

Post A Comment:
0 comments: