নিজস্ব প্রতিবেদকঃ- চাঁপাইনবাবগঞ্জের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নিবাচন অনুষ্ঠিত হয়েছে। ৬ই ডিসেম্বর শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল্লাহিল কাফি ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পান ৩২ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম শহীদ বিশ্বাস ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা বুলেট পান ৪৯ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ভোট গ্রহণ ও ভোট গননা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

Post A Comment:
0 comments: