চাঁপাইনবাবগঞ্জ নতুন আশা নিয়ে ইংরেজি নববর্ষ ২০২০ সালকে বরণ করবে-- ডাক্তার শিমুল এমপি
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলার মাননীয় এমপি, ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরো একটি বছর-২০১৯। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করবে ২০২০ সালকে।
সারা বিশ্বের মানুষ আজ রাত ১২টা বাজার সাথে সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০২০ সালকে স্বাগত জানাবে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেয়া হবে নতুন ইংরেজি বছরকে।
মাননীয় এমপি বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ ও আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা।
নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের উল্লেখ করে এমপি ডাক্তার শিমুল বলেন, নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি।
তিনি বলেন, ‘নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। নতুন বছর অর্জন আর প্রাচুর্যের, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি সেই সাথে সকল কে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

Post A Comment:
0 comments: