নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এক গ্রাম্য ডাক্তার কে পেটালেন এক নেশাখোর মাতাল যুবক। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলি পাড়া গ্রামে। আজ রাত আনুমানিক ৯ টার দিকে বাঙ্গাবাড়ি চামারপাড়া গ্রামের রইসুদ্দিনের ছেলে তোরিকুল (২৫) নামের এক যুবক মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকলে তোরকুলের এক সহযোগী তোরিকুল কে মোটরসাইকেল যোগে নিয়ে আসেন ডাক্তার রবিউল (৫৫) এর চেম্বারে। ডাক্তার রবিউলের চেম্বারে এসে মাতাল হয়ে আজেবাজে কথা বলতে থাকে। এমন সময় ডাক্তার রবিউল তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার। তখন মাতাল তোরিকুল এর সাথে থাকা ব্যক্তি ডাক্তার রবিউল কে বলেন মদ খেয়ে তোরিকুল মাতাল হয়ে গিয়েছে তাকে চিকিৎসা দিন। তখন ডাক্তার রবিউল বলেন মদ খেয়ে মাতাল হলে চিকিৎসা দেওয়ার কিছু নেই তাকে বাড়ি নিয়ে গিয়ে বিছানাই শুয়ে দিন। ঘুম পাড়লেই তার নেশা কেটে গেলে সে স্বাভাবিক হয়ে যাবেন। আর যেই এই কথা বলা সাথে সাথে মাতাল তোরিকুল ডাক্তার রবিউল এর সার্টের কলার ধরে ফেলেন। আর কিল ঘুষি মারতে থাকেন। ডাক্তার রবিউল কোন উপায় না পেয়ে আশেপাশের মানুষ কে ডাকদেন। পরে মাতাল তোরিকুল কে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর মাতাল তোরিকুল সেখান থেকে বাড়ি না গিয়ে ডাক্তার রবিউল যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তায় দা নিয়ে বসে থাকে ডাক্তার রবিউল কে আক্রমণ করার জন্য। পরে ডাক্তার রবিউল গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সাহায্য নিয়ে বাড়ি ফিরে যান।
এই তোরিকুল একজন প্রফেশনাল নেশাখোর। আর নেশা করে মাতাল হয়ে ডাক্তার রবিউলের উপর যে অন্যায় টা করেছে তা সমাজের জন্য লজ্জাজনক। আমাদের সমাজে এমন কিছু নেশাখোর মাতাল রয়েছেন যারা নেশা করে মাতাল হয়ে সমাজের নিরীহ ব্যক্তিদের উপর হামলা করে। শুধু এই ডাক্তার রবিউল নয় সমাজে এমনো অনেক ভাল মানুষ রয়েছেন যারা অন্যায় না করেও মার খেয়ে চুপ থাকেন। আমাদের বর্তমান সমাজে এই ধরনের তোরিকুল অনেক রয়েছেন যাদের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে সাধারণ মানুষ।
বর্তমান সমাজে দিন দিন মাদকের ব্যবহার খুব জমজমাট ভাবেই চলছে। পুলিশের চোখে ফাকি দিয়ে কতিপয় কিছু মাদক ব্যবসায়ী দিনের পর দিন মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জেলা জুরে মাদক নিয়ন্ত্রণ অভিযান চললেও এই সব চুনোপুঁটি মাদক ব্যবসায়ী সমাজের অন্তরালে থেকেই মাদক ব্যবসা বেশ জমজমাট ভাবেই চালিয়ে যাচ্ছেন।
মাতাল তোরিকুল যে ডাক্তার এর উপর নেশা করে হামলা করেছে সেই ডাক্তার রবিউল একজন ভালো নির্দোষ মানুষ। আর একজন ভাল মানুষ লাঞ্ছিত হচ্ছে সমাজের কিটদের হাতে। আর এই সব কতিপয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ক্ষমতা দেখিয়ে দিনরাত মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছেন। কেউ নেই বলার কেউ নেই বাধা দেওয়ার। আর বাধা দিলেই খেতে হচ্ছে অন্যায় ভাবে মার। আমাদের বর্তমান সমাজ টা আজ কোন পথে মোড় নিচ্ছে তা সমাজের শুষিল ব্যক্তিরাই বলতে পাড়বেন। আর এই সব ভন্ড মাদক সেবি তোরিকুলদের বয়কট করার এখনি সময়।
প্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে।
যেখানে দেখবেন এই ধরনের মাদকসেবী ও মাদক ব্যবসায়ী সেখান থেকে সে অবস্থায় কল দিবেন ৯৯৯ নাম্বারে। আপনি যে খানে যে অবস্থায় থাকুন না কেন সাথে সাথে পুলিশ পৌছে যাবে আপনার নিকটে। আসুন মাদক কে না বলুন। এই সব মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা আমাদের দেশের শত্রু সমাজের শত্রু গ্রামের শত্রু। তাই এই সব মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। আপনি আপনার অবস্থান থেকে এগিয়ে আসলে আপনার দেখাদেখি অন্যরাও এগিয়ে আসবে। তাই অবহেলা না করে পুলিশের হাতে ধরিয়ে দিন এই সব মাদকসেবী ও ব্যবসায়ীদের।
চাঁপাই অনুসন্ধান ডটকম।
সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে।
Navigation

এর সঠিক বিচার চায়।।।।।
ReplyDelete