চক্ষু শিবির -২০১৯
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার গরীব, অসহায় রোগীর ফ্রী চক্ষু ছানি অপারেশন এর উদ্বোধন।
আজ ২৯/১১/১৯ শুক্রবার নবাবগঞ্জ চক্ষু হাসপাতাল এ চক্ষু ছানি অপারেশন এর উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মঈন উদ্দিন মন্ডল,উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, আরো উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মাহতাব উদ্দিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাড মিজানুর রহমান মিজান, জেলা স্বাচিপ এর সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি,জেলা সমিতির চক্ষু শিবিরের সমন্নয়কারি গোলাম মোস্তফা, এবং অন্ধ কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জনাব আব্দুল হাকিম। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার।

Post A Comment:
0 comments: