about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

কালিনগরে গভীর রাতে প্রেমিকার বাড়িতে প্রেমিক গিয়ে খেলেন এক হাসুয়ার কোপ

Share it:
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৩ নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের পারধুমি হায়াতপুর বাগান পাড়া অর্থাৎ গোলাপের হাটে গভীর রাতে ঘটেছে এক অবাক করা কাহিনী। ওলি (২১) নামের এক ছেলে  পাশের বাড়ির আরিফা( ১৮) নামের এক মেয়েকে স্কুল জীবন থেকেই ভালবাসতেন। তারা বর্তমানে দুইজনই ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী। আজ রাত আনুমানিক ১১ টার দিকে প্রেমিক  প্রেমিকার বাড়ি গেলে ধরা পড়ে প্রেমিকার মাড়ির লোকজনের হাতে। এ কেমন ভালোবসা।

আর সেই ভালোবাসার জেরেই প্রেমিকা আরিফার সাথে দেখা করতে গভীর রাতে যায় আরিফার বাড়ি। আর আরিফার সাথে দেখা করতে বাড়ির ভিতর প্রবেশ করে ওলি। আর আরিফার সাথে দেখা করা অবস্থসায় দেখে ফেলেন মেয়ের ভাই জাকারিয়া। দেখা মাত্রই রান্নাঘর থেকে একটি হাসুয়া বের করে এক কোপ দেন বোনের প্রেমিক অলি কে। আর অলি রক্তাক্ত হয়ে চেঁচামিচি করলে আশেপাশের মানুষ জমা হয় প্রেমিকা আরিফার বাড়িতে আর স্থানীয় কিছু মানুষ আরিফাদের বাড়ি গিয়ে রক্তাক্ত অবস্থায় ওলি কে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার অলি কে বর্তমানে ট্রিটমেন্ট দিচ্ছিলেন কিন্তু অবস্থার অবনতি হলে গ্রাম্য ডাক্তার ওলির পরিবারের লোকজন কে হাসপাতাল নিয়ে যেতে বলেন। ওলি কে চাঁপাই নবাগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 ওই দিকে শিবগঞ্জ থানা থেকে পুলিশ এসে আরিফার বাড়ি ঢোকেন। পুলিশ আসার খবর শুনে পালিয়ে যায় মেয়ের বাবা আলাউদ্দিন (আকুরা) ও মেয়ের ভাই জাকারিয়া। পুলিশ বর্তমানে আরিফাদের বাড়িতে অবস্থান করছেন। আমাদের চাঁপাই অনুসন্ধান টিমের একজন প্রতিনিধি আরিফার সাথে দেখার করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কেননা আরিফা বর্তমানে সেন্সলেস অবস্থায় রয়েছেন।
👀চাঁপাই অনুসন্ধান ডটকম👀

Share it:

অনুসন্ধানী প্রতিবেদন

Post A Comment:

0 comments: