আজ থেকে শুরু নবনির্বাচিত চেয়ারম্যানদের কার্যক্রম -- চাঁপাই অনুসন্ধান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদায় এবং নব-
নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জ সদরের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন এর
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ
সদস্য মোঃ হারুনুর রশীদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান,
নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক (সাবেক) সুলতানা রাজিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, বিদায়ী ভাইস
চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোহরাব আলী, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল
ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র
মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন,
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ এরফান আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোঃ তৌফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. মোঃ আব্দুস সামাদ, রানিহাটি
ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন আলী প্রমুখ।

Post A Comment:
0 comments: