চাঁপাইতে লবন কেনার ধুম পড়েছে--চাঁপাই অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদকঃ-
লবন কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছে লবন ক্রেতারা। চাঁপাই নবাবগঞ্জ জেলাতে লবন কেনার ধুম পড়েছে। দুই কেজি চাঁর কেজি পাঁচ কেজি আবার কেউ কেউ কিনছেন ১০ কেজি বা ২০ কেজি।
দেশ জুড়ে গুজব ছড়িয়েছে লবনের দাম বেশি হয়ে যাবে আর মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছে দেশের কিছু অসাধু চক্র। কিন্তু লবন এর দাম স্বাভাবিক রয়েছে তবুও ক্রেতারা ধুমসে কিনছে লবন। পেঁয়াজের মত লবনের দাম বেশি হওয়ার আশংকা আছে বলে এক অসাধু গ্রুপ এই ভাবে অপপ্রচার চালাচ্ছে আর তাদের কথায় লবন কিনতে ধুম পড়েছে চাঁপাই নবাবগঞ্জেও। আসলেই কি লবনের দাম বাড়বে নাকি গুজব এমন গুজব দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে।

Post A Comment:
0 comments: