দিয়াড় কালিনগরের ইয়াবা-ফেনসিডিল ব্যবসায়ী মুকুল আবারো গ্রেপ্তার-- চাঁপাই অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদকঃ-
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ১৩ ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইয়াবা ফেনসিডিল ব্যবসায়ী মুকুল আবারো পুলিশের হাতে গ্রেপ্তার। এই মুকুল বার বার ইয়াবা ফেসসিডিল নিয়ে গ্রেপ্তার হলেও দুই থেকে তিন মাস পর ছাড়া পেয়ে যাচ্ছে। এই মুকুলের নামে ৬ টি মাদকের মামলা রয়েছে। মাদক নিয়ে মুকুল গ্রেপ্তার হলেও বার বার জামিনে মুক্ত হয়ে ছাড়া পেয়ে আবারো শুরু করছেন মাদক ব্যবসা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এমন মুকুল অনেক আছে যারা বার বার ধরা পরেও ছাড়া পেয়ে যায়। এই সব মুকুলেরা জেলে যেতে বা ছাড়া পেতে খুবই পটু। দুই দিন যেতে না যেতেই ছাড়া পাচ্ছে মাদক নিয়ে গ্রেপ্তার হয়ে।

Post A Comment:
0 comments: