কেঁচো সার উৎপাদন সজিনা চাষ বৃদ্ধি ও অণুজীব বিষয়ক কৃষক-কিষানী প্রশিক্ষণ পালন করা হয়েছে,,,
স্থানঃ উপজেলা কৃষি অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
উক্ত সভায় ৬০ জন কৃষক কৃষাণী কে প্রশিক্ষণ প্রদান করেন উপস্থিত অফিসারগণ। প্রশিক্ষণ শেষে ৬ জন কৃষক কৃষাণী কে কেঁচো সার বীজ প্রদান করেন।
তাদের প্রশিক্ষন এ বলা হয়--
১। ফসলকে কিভাবে কিভাবে কিটনাশক ও রাসায়নিকের হাত থেকে মুক্ত করা যায়,
২। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক কৃষক পর্যায়ে নিরাপদ কৃষির উৎপাদন ও বিক্রয় বাজার সৃষ্টিতে সহায়তা করা।
৩। কেঁচো সার উৎপাদন ও বিক্রয়ের বিষয়ে সহায়তা প্রদান করা।
৪। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে কিভাবে উন্নতমানের কেঁচো সার তৈরী করা যায়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা #জনাব_চৌধুরী_রওশন_ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা #জনাব_এস_এম_আমিনুজ্জামান,,,
সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ নিরাপদ কৃষি ঘর, জনাব_মোঃ_জামালুল_ইসলাম_(জামাল)
বাংলাদেশ নিরাপদ কৃষি ঘর - এর লক্ষ্য ও উদ্দেশ্য সহ স্থানীয় কৃষকগোষ্ঠী।

Post A Comment:
0 comments: