নিজস্ব প্রতিবেদকঃ-
ঘরিতে সকাল ৯ টা বাজে। হঠাৎ নিচের কাউন্টার থেকে টেলিফোন আসে নিচে পুরাণ ঢাকার রুবেল নামের এক ব্যক্তি ছোট একটি বাচ্চা ও তার সহধর্মিণী কে নিয়ে দাঁড়িয়ে আছে। খবর টি এমপি মহোদয় এর কানে দিলে এমপি মহোদয় নিজেই সাথে সাথে নিচে নেমে এসে দেখেন সেই পুরান ঢাকার সানি ও তার পিতামাতা এসেছে।
মাননীয় এমপি তাদের সাথে করে নিচ থেকে উপরে নিয়ে গেলেন। উপরে নিয়ে গিয়ে সানির পাঁ দেখলেন ওষুধ পথের খবর নিলেন। সানির বাবা মাকে কে সানির সুস্থতার বিষয়ে জানতে চাইলেন উনারা জানালেন সানির অবস্থা মোটামুটি ভাল। আলহামদুলিল্লাহ্।
মাননীয় এমপি সানির মামা বাবা কে নিয়ে এক সাথে বসে চা নাস্তা করে সানির বাবা রুবেলের হাতে সানির চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য করলেন এবং সানির বাবা কে সাহস দিয়ে জানালেন কোন টেনশন করবেন না আমি সর্বক্ষণ সানির পাশে আছি। যখন যে ভাবে আমার প্রয়োজন হবে সাথে সাথে আমার নাম্বারে কল দিবেন আমি তাতক্ষনিক ভাবে সানির জন্য ইনশাআল্লাহ পদক্ষেপ নিব।
সানি বার বার এমপি মহোদয় এর দিকে অপলক দৃস্টিতে তাকাচ্ছিল আর সানির তাকানো দেখে এমপি মহোদয় সানি কে কাছে নিয়ে সানির সাথে অনেক্ষন কথা বললেন। অবশেষে এমপি মহোদয় সানি ও সানির বাবা মাকে সাথে নিয়ে এক সাথে নিচে নেমে তাদের সাহস দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে সুন্দর ভাবে গাড়িতে উঠিয়ে দিলেন।
চিনতে পারছেন কেউ এই সানি কে এই সেই পুরান ঢাকার রুবেল হুসেনের ছেলে সানি।
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা মাননীয় এমপি মহোদয় কে তবে দোয়া করি আল্লাহ জেন আপনাকে এই ভাবে সাধারণ মানুষ কে সাহায্য সহযোগিতা করার তোফিক দান করেন।
আমাদের শিবগঞ্জ উপজেলার সাধারণ নিপীড়িত গরিবের বন্ধু, বিশেষ করে উপজেলার এক বহু শ্রেণীর মানুষের আস্থা জননেতা ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি মহোদয়কে,
স্যালুট জানাই আপনার এই ভালোবাসা ও সহানুভূতি দেখে।
যখন ফেসবুক গণমাধ্যমে সানি নামের এই বাচ্চাটির এক্সিডেন্ট করে পা ভাঙ্গার বিষয়টা ভাইরাল হয় ঠিক তখনই আপনি ফেসবুকে অর্থাৎ গণমাধ্যমে যোগাযোগ করে সেই পুরাণ ঢাকায় আপনি ছুটে যান তাকে দেখে আসেন এবং পঙ্গু হাসপাতালের ডাক্তারদের বলেন সানি কে ভালোভাবে ট্রিটমেন্ট করার জন্য । চিকিৎসার জন্য সাহায্য করেন এবং করার আশ্বাস প্রদান করে আসেন। সানির পরিবারকে বলে আসেন কোন অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন।
আজকে সকাল ৯ টাই এমপি মহোদয়ের বাসায় (ন্যাম ভবন ) ঢাকায় সানি এবং তার পরিবার ছুটে আসেন মাননীয় এমপির সাথে দেখা করতে।

Post A Comment:
0 comments: