about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

কে দিবেন এই লাশ কে মাটি - সেত মুসলিম তবে কেন এত গুঞ্জন ---চাঁপাই অনুসন্ধান

Share it:

নিজস্ব প্রতিবেদকঃ-
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকশা ইউনিয়ন পরিষদের সামনে পরে আছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ। লোক মুখে জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই পাগল হয়ে ব্যক্তি টি মোনাকশা বাজারে সহ আশেপাশে ঘুরে বেড়াতেন। আজ সকলে পাগল ব্যক্তিটি কে পড়ে  থাকতে দেখা যায় মোনাকশা ইউনিয়ন পরিষদের সামনে। তার এই ভাবে অচেতন অবস্থায় পরে থাকা দেখে কিছু মানুষ সেখানে গেলে জানতে পারে ব্যক্তি টি মারা গিয়েছেন। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না তার পরিবারের। এখন কি হবে তার লাশ সেতো মুসলিম। আর নিয়ে বেশ গুঞ্জনপূর্ণ অবস্থা বিরাজ করছে মোনাকশা ইউপিতে। একজন মুসলিম ব্যক্তির লাশ নিয়ে এত গুঞ্জন ভাল নয়। থানাতে জানিয়ে লাশ টি কে দাফন করে দিলে একজন মুসলিম হিসেবে তার কর্তব্য পালন করা হইবে কিন্তু না সমাজের কোনই ব্যক্তি লাশ টি কে দাফন করার কথা চিন্তা করে না। আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যাদের নেই মা বাবা নেই ছেলে মেয়ে নেই বউ বাচ্চা পরিবার পরিজন আর তাদের ভিতর এই মৃত্য অভাগা ব্যক্তি টি। জানিনা তার বাড়িঘর কোথায় আর এসেছে বা কোথা থেকে তাও জানা নেই। আর পরিচয় জানা না থাকলেই কি দাফন। হবে না। এমন কেমন সমাজ ব্যবস্থা এ কেমন উদারতা। আমরা তেলির মাথাই তেল দিতে ভালই পারি কিন্তু পারিনা এই সব পরিচয় বিহীন ব্যক্তিকে এক টু মানবতা দেখাতে। সকাল থেকে একজন আরেকজন কে ঠ্যালা দিচ্ছে আর এ ভাবেই চলছে গুঞ্জন এই মৃত মুসলিম ব্যক্তির লাশ নিয়ে। সমাজে কি কেউ এমন নেই যে এই পাগল ব্যক্তিটির লাশ থানা থেকে অনুমিত নিয়ে দাফন করবে।
নিউজ টি করা হয়েছিল আজ সকাল ৯:৪০ মিনিটে কিন্তু সাইটের সমস্যার কারনে দেরিতে পাবলিশ হল এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

0 comments: