about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

চাঁপাইনবাবগঞ্জ জেলার জনসাধারণ আপনাকে পেয়ে গর্বিত -- চাঁপাই অনুসন্ধান

Share it:
নিজস্ব প্রতিবেদকঃ-
আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার  অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম মহোদয় কে  অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক র‌্যাংক ব্যাজ প্রদাণ করা হয়েছে। আজ ১৩ নভেম্বর বুধবার তাঁকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী। আমাদের চাঁপাই অনুসন্ধান ডটকমের পক্ষ থেকে
অভিনন্দন ও শুভেচ্ছা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার এক আতংক আবার সাধারণ মানুষের পরম কাছের ব্যক্তি আমাদের পুলিশ সুপার মহোদয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য একজন পারফেক্ট পুলিশ অফিসার টি এম মোজাহিদুল স্যার। যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে জয়েন্ট করার পর থেকেই সকল অপকর্মকারীর বিরুদ্ধে এক প্রকার সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে। ব্যক্তি হিসেবে একজন ফ্রেস মাইন্ডের মানুষ আমাদের পুলিশ সুপার মহোদয়। কথাবার্তা অনেক নরম ও ভদ্র।

চাঁপাইনবাবগঞ্জ জেলাতে  পুলিশ সুপার মহোদয়ের কার্যক্রমের বিষয়ে জানতে চাওয়া হলে ৯০% মানুষ জানাই আমরা সন্তুষ্ট এমন একজন পুলিশ সুপার পেয়ে।
একজন ব্যক্তি নাম আলমাস বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতে উনি জানিয়েছেন আমার চোখে দেখা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এমন পুলিশ অফিসার এর আগে দেখিনি। একজন সৎ পরিশ্রমী সাধারণ মানুষের আস্থা আমাদের পুলিশ সুপার মহোদয়।

আরেকজন ব্যক্তি জানান,
হারগে পুলিশ সুপার খুব ভালো মানুষ। তার কাছে কোন দল বেদল নাই যেই যাবে তাকেই উনি সাহায্য করেন। আমি বিএনপির রাজনীতি করি কিন্তু কোন দিন দেখলাম না পুলিশ সুপার কে কোন কাজে রাজনৈতিক নেতাদের দাশ হতে। এমন একজন পুলিশ সুপার খুব দরকার ছিল হারগে জেলাতে। যা আমরা পেয়েছি।
আরেকজন জানান, থানা তে যেতে ভয় লাগে কিন্তু মোজাহিদ স্যারের অফিসে যেতে ভয় লাগে না। আর এটাই হল ভালবাসা।

পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম স্যার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বাংলাদেশের গর্ব। উনার মত অফিসার যদি প্রত্যেক জেলাতে থাকত তবে দেশ টা আরো এগিয়ে যেত।
বাংলাদেশের অনেক যায়গায় দেখা যায় পুলিশের হয়রানি মুলুক কাজ কর্ম। এমন কি ঘুষ চাদা সহ বিভিন্ন কর্মকান্ডে পুলিশ কে দেখা যায় জড়িত রয়েছেন কিন্তু আমাদের পুলিশ সুপার মহোদয় কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেন নি। নিজ গতিতে চালিয়ে গিয়েছেন প্রশাসনিক কার্যক্রম।

 উপর মহালের নির্দেশ মোতাবেক কাজ করে আজ পদন্নোতি হয়েছে। যখন দেশে কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার পদ হারাচ্ছেন ঠিক সে সময় অনেক পুলিশ অফিসার পদন্নোতি হচ্ছে। আমাদের এই বর্তমান সমাজের কথা বিবেচনা করলেই প্রথমে পুলিশ এর নাম উঠে আসবে। আর এমন পুলিশ অফিসার দেশ জুড়ে বিভিন্ন জেলাতে রয়েছেন। এমন সৎ পরায়ণ পুলিশ অফিসার আমাদের চাঁপাইনবাবগঞ্জ  জেলার জন্য, দেশের জন্য, প্রশাসনবিভাগের জন্য এক গর্ব।

স্যালুট স্যার💜💜
চাঁপাই অনুসন্ধান ডটকম।

Share it:

Post A Comment:

0 comments: