চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক সতর্কবাণী প্রদান করেছেন।
ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল আইডি হতে এই সতর্কবাণী দিয়ে মাননীয় এমপি জানান দেশের একদল কু-চক্র মহাল দেশের সচল অবস্থাকে বিতর্কিত করার লক্ষে লবনের দাম বেশি হবে এই মর্মে গুজব প্রচার করে আসছে যা এক ধরনের অপরাধ। কিন্তু দেশে যথেষ্ট পরিমাণ লবনের মজুদ আছে বলে মাননীয় এমপি জানান।
এমপি মহোদয় আরো জানান যদি লবন নিয়ে কেউ গুজব প্রচার করে কিংবা লবনের দাম বাজার চেয়ে বেশি রাখেন তবে নিকটস্থ থানাতে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

Post A Comment:
0 comments: