about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

কালিনগরে মোটরসাইকেল ও ভুটভুটির সংঘর্ষ ---- চাঁপাই অনুসন্ধান

Share it:

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বুধবার সকাল ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর বাবলা বনা বিশ্বাস পাড়ার শেষে নতুন জামে মসজিদের বাঁকে মটরসাইকেল ও খড়ি বোঝাই ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ২ জন ব্যক্তি গুরতর আহত হয়ে।

আহতরা মোটরসাইকেল চালক মহারাজনগর গ্রামের নাইমুদ্দিনের ছেলে মেসবাউল হক ও চন্দ্রনারায়নপুর গ্রামের মাওলানা জিল্লুর রহমান। আহতদের ১ জন সেনাবাহিনীর সৈনিক ও অপরজন কালিনগর দাখিল মাদরাসার শিক্ষক ও ঢালিপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন।

স্থানীয় মেম্বার ও এলাকাবাসী জানান, সকালে অপ্রাপ্ত বয়স্ক ভুটভুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বাঁক নেবার সময় সজোরে সামনে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়। পরে গুরতর আহতদের এলাকাবাসী উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
ভুটভুটি চালক এর বয়স মাত্র ১৪ বছর আর একজন ১৪ বছরের ছেলে কি ভাবে ভুটভুটির ড্রাইভার হতে পাড়ে তা নিয়ে বেশ চিন্তিত এলাকার জনসাধারণ। এই ভুটভুটি চালক হাসিবের বাড়ি সুন্দরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অর্থাৎ কালিনগর ইংলিশ মোড়ে। এলাকার অনেকেই জানিয়েছেন এই হাসিব বেপরোয়া ভাবে গাড়ি চালাই।
Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

0 comments: