পাগলা নদী খননের নামে ফসলি জমির মাটি অবৈধ ভাবে খনন করা হচ্ছে-- চাঁপাই অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদকঃ-
পাগলা নদীর প্রকৃত জমি খনন বন্ধের দাবিতে আজ শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানীপাড়া ঘাটে মানববন্ধন করেছেন উক্ত এলাকাবাসী। তাদের দাবী প্রকৃত নদীর জমি খনন না করে সাধারন গরিব নিরীহ মানুষের জমি খনন করছে এই প্রতিবাদে মানববন্ধন করেন কুথানিপাড়া ঘাটের সাধারণ জনগণ।
তাদের দাবী তাদের ফসলি জমি গুলো নষ্ট করে নদী খননের নামে উক্ত জমি গুলো নষ্ট করছে। তারা চাই তাদের ফসলি জমি রক্ষা করতে এই মর্মে আজ কুথানীপাড়া ঘাটে মানববন্ধন করেছেন।
তাদের দাবী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান জেলা প্রশাসক সঠিক তদন্ত করে তাদের এই ফসলি জমি রক্ষা করতে এগিয়ে আসবেন।

Post A Comment:
0 comments: