about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

যে গ্রামে সবাই অন্ধ-- চাঁপাই অনুসন্ধান ডটকম

Share it:
অনলাইন ডেস্কঃ-
সব মানুষ দৃষ্টিহীন বা অন্ধ, পৃথিবীতে এমন একটি গ্রামের খোঁজ মিলেছে। ওই গ্রামটির নাম হলো- টিলটেপেক। মেক্সিকোর ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটি ঘন অরণ্যের মধ্যে অবস্থিত। সেখানে জাপোটেক জাতির তিনশো মানুষ বসবাস করে। এ গ্রামের প্রতিটি মানুষ যেমন দৃষ্টিহীন, তেমনি গ্রামের পোষ্যরাও দৃষ্টিহীন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গ্রামটিতে রয়েছে লাবজুয়েলা নামে একটি গাছ। এই গাছটিকে অভিশপ্ত মনে করে গ্রামবাসী।

তাদের বিশ্বাস, দৃষ্টিশক্তি কেড়ে নেয় ওই লাবজুয়েলা গাছটি। শুধু তাই নয়, তারা এমনও দাবি করেছেন যে, এ গ্রামে যেসব বাচ্চা জন্মায়, প্রথম দিকে অন্য সব নবজাতকের মতোই সুস্থ-সবল হয়, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বাচ্চাগুলো। ওই গ্রামের মানুষ কেন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, এ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা তদন্ত শুরু করেন। লাবজুয়েলা গাছ নিয়ে যে অভিযোগ রয়েছে গ্রামজুড়ে তা নিয়েও তদন্ত করেন তারা। কিন্তু দেখা যায়, লাবজুয়েলা গাছের সঙ্গে ওই গ্রামের মানুষদের দৃষ্টিহীনতার কোনো সম্পর্কই নেই!

তবে বিজ্ঞানীরা গ্রামের মানুষদের দৃষ্টিহীনতার প্রকৃত কারণ বের করতে আরও বিস্তর অনুসন্ধান চালান। অবশেষে বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, এই ঘন অরণ্যে ‘ব্ল্যাক ফ্লাই’ নামে বি’ষাক্ত মাছি আছে, যা কি না মেক্সিকোর টিলটেপেক গ্রামেও প্রচুর সংখ্যায় দেখা যায়।

এ বিষাক্ত মাছির কামড়ে জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ে, যার কারণেই নবজাতক, শিশু, কিশোর থেকে বয়স্ক মানুষ, এমনকি পশুও ধীরে ধীরে দৃষ্টিহীন হয়ে যান। মেক্সিকো সরকার যখন এ গ্রাম সম্পর্কে জানতে পারে তখন ওই গ্রামের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানা যায়। গ্রাম ছাড়তে রাজি হননি তারা অন্ধত্ব বরণ করার পরও।
Share it:

জীবনের কথা

Post A Comment:

0 comments: