about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

ডা.শিমুল একজন কর্মঠ সংসদ সদস্য - সংসদে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান এনাম--- চাঁপাই অনুসন্ধান

Share it:
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১২/১১/২০১৯ ইং মহান জাতীয় সংসদের অধিবেশনে ডা.শিমুল এমপি শিবগঞ্জ উপজেলার  রাস্তা সংস্করনের প্রস্তাব উপস্থাপন করেছেন। শিবগঞ্জ উপজেলায় বন্যায় যে সকল রাস্তাগুলি অকেজো হয়ে পড়েছে সেই সকল রাস্তা গুলি পুনরায় সংস্করণ করার প্রস্তাব উপস্থাপন করেন। প্রশ্ন উত্তর পর্বে মাননীয় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান এনাম  ডা.শিমুল এমপি মহোদয় কে আশ্বাস দিয়ে জানান আপনি আবেদন  পত্র রেডি করে অফিসে জমা দিন আমি ইনশাআল্লাহ তা অতিসত্বর বাস্তবায়ন করব। সংসদে মাননীয় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয় সমপূরক প্রশ্ন উত্তর পর্বে আরো জানানন- ডা. শিমুল একজন কর্মঠ সংসদ সদস্য। যিনি বন্যার সময় আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে  যোগাযোগ রেখেছিল।

চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের মাননীয় সাংসদ জনাব ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি  মহোদয় এর নিকট  উনার নামে অপপ্রচার নিয়ে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে সোশাল মিডিয়াতে  মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলার এক গ্রুপ আমাকে নিয়ে এই মিথ্যাচার করে আসছে। যে সব  বিষয়গুলি ১৯ মিনিটের সেই ভিডিওদতে ধারণ করা হয়েছে তা সব কিছুই মিথ্যা সাজানো নাটক। আমি সেই সব বিষগুলিতে অবগত ছিলাম না তবুও শিবগঞ্জ উপজেলার একটি গ্রুপ এই ভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

আরেকটি কথা না বলে পারলাম না, গেল বন্যার সময় আমি এলাকার  বন্যা কবলিত মানুষকে দেখে জরুরী ভাবে ত্রাণ মন্ত্রণালয় যায়। গিয়ে সেখান থেকে ত্রাণ এনে বানভাসি মানুষদের দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের উপজেলা চেয়ারম্যান সেই ১৯ মিনিটের সাজানো ভিডিওতে বলেছেন উনি নাকি মন্ত্রণালয় থেকে ত্রাণ এনে দিয়েছেন। কিন্তু আজ প্রতিমন্ত্রী উনার বক্তব্যে বলেছেন বন্যা আসার সাথে সাথে এমপি শিমুল আমার মন্ত্রণালয় এসে আমাদের কাছে ত্রাণ নিয়ে সেই বানভাসিদের মাঝে বিতরণ করেছেন ও আমার সাথে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন।

শিবগঞ্জ উপজেলার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শিমুল দলীয় নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে উক্ত নির্বাচনে জয় লাভ করেন। কিন্তু নির্বাচনে জয়লাভ করার  অনেক আগে থেকেই শিবগঞ্জ উপজেলার উন্নয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক সময় ব্যয় করেছেন। বর্তমানে সাংসদ নির্বাচিত হবার পর থেকে আরো বেশি ব্যস্ত সময় পার করছেন । দিন রাত শিবগঞ্জ উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে শিবগঞ্জ উপজেলার আওয়ামীলীগ  নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

তিনি আরো জানান, শিবগঞ্জ উপজেলার উন্নয়নে যা যা করতে হবে আমি তাই করব। আমার পিতা মরহুম মইন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তার এই অবহেলিত শিবগঞ্জ উপজেলার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। আমিও ইনশাল্লাহ শিবগঞ্জ উপজেলার উন্নয়ন ধরে রাখতে সকল প্রকার দলীয় কার্যক্রম সহ উন্নয়ন কর্মকাণ্ড সঠিক ভাবে পরিচালনা করব। যাতে এই অবহেলিত শিবগঞ্জ উপজেলা উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করে।

মাননীয় এমপি ডা.ডাক্তার শিমুল তর্কবিতর্ক করার মানুষ নয় তবুও উনাকে নিয়ে শিবগঞ্জ উপজেলাতে কিছু হাতে গোনা ব্যক্তি দিনরাত উনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মাননীয় এমপি ডা. শিমুলের কাছে জানতে চাওয়া হলে উনি বলেন আমি এই সব অপপ্রচারে কান না দিয়ে দলীয় সাংগঠনিক নিয়মকানুন মেনেই সকল কে নিয়ে এক যোগে কাজ করে যাচ্ছি। কে চিল্লাচিল্লি করল তা আমি কানে দেই না। কেননা আমি শিবগঞ্জ উপজেলাতে ভেসে আসি নি। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত রয়েছি এবং থাকব। আমার চোখে দেখা উপজেলার বিগত আমলের নির্বাচনের প্রতিচ্ছবি গুলি আজোও চোখে ভাসে। কতজন কে দেখলাম কত রুপ ধারণ করতে। আজও কিছু মানুষ রুপ ধারণ করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তাতে আমি কিঞ্চিৎ পরিমাণ ভিত নই, কিন্তু লজ্জিত। আর এই জন্য লজ্জিত আমি একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান বলে। আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক বাবাও ছিলেন চিকিৎসক দাদাও ছিলেন চিকিৎসক আর চিকিৎসক এর পাশাপাশি ছোট থেকেই রাজনীতির সাথে পাকাপোক্ত ভাবে জড়িত। কোন দিন অন্যায়ের সাথে আপোষ করিনি তবুও এক শ্রেণীর মানুষ আমাকে নিয়ে আমার পরিবারের অন্য সদস্যদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

ডা. শিমুল  আরো জানান আমি শিবগঞ্জ উপজেলার জনসাধারণ এর জন্য ডাক্তারি পেশা থেকে যে আয় হত তা দিয়ে পরিবার চালিয়ে জনগণ এর সার্থে আওয়ামীলীগ এর স্বার্থে যা পেরেছি তা ব্যয় করে এসেছি। বর্তমানেও  করে যাচ্ছি আর ইনশাআল্লাহ করে যাব। কিন্তু এই ভাবে মানুষের নামে বদনাম করা আমার নীতিতে নেই। যারা মানুষের নামে -আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে মিথ্যা বদনাম করে তারা প্রকৃতপক্ষে আওয়ামীলীগ দলের ভাল চায় না, এটা পরিষ্কার হয়ে গিয়েছে।

ডা. শিমুলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান সোশাল মিডিয়াতে আমার বিরুদ্ধে মিথ্যা সাজানো ভিডিও বানিয়ে আমাকে রাজনৈতিক অঙ্গনে ছোট করার লক্ষে যে অপপ্রচার করছে তা নিন্দনীয়। এই ভাবে মিথ্যা ভিডিও বানাতে আমিও পারি কিন্তু এই মিথ্যার রাজনীতি আমি করিনা কিংবা সমর্থন করি না। যারা মিথ্যার রাজনীতি করে। সত্য কে ধামাচাপা দিয়ে মিথ্যা কে প্রকাশ করে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।

করুক তাতে আমি সংকুচিত নই কেননা মিথ্যার রাজনীতি বেশিদিন টিকে না। মিথ্যা দিয়ে শিবগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনকে কুলষিত করতে চাইলেও ইনশাআল্লাহ পারবেন না কেননা শিবগঞ্জ উপজেলার তৃণমূল নেতাকর্মীকে সাথে নিয়েই আমি রাজনীতি করছি। আমি মিথ্যার ওপর ভর করে রাজনীতি করি না।  যারা মিথ্যার রাজনীতি করেন বা করছেন তারাই এই সব অপপ্রচার করছে।

Share it:

অনুসন্ধানী প্রতিবেদন

Post A Comment:

0 comments: