about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

চাঁপাইনবাবগঞ্জে ৩ জিএমবি সদস্যর ফাঁসির আদেশ ও ৪ জনের যাবতজ্জীবন কারাদণ্ড-- চাঁপাই অনুসন্ধান

Share it:

নিজস্ব প্রতিবেদকঃ-
চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সদস্যের মৃত্যুদন্ড ও ৪ সদস্যের যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছে অতিরিক্ত দায়রা জজ আদালত। ২৫ নভেম্বর সোমবার দুপুরে এ রায়ের আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ মোঃ শওকত আলী।

মৃত্যদন্ডপ্রাপ্তরা হলেন, নাচোল থানাধীন চানপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মোঃ সানোয়ার, গোমস্তাপুর থানার বালূগ্রাম রাজারামপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম ও গোমস্তাপুর থানাধীন বালুগ্রাম দক্ষিনচোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুস শুকুর। মৃত্যুদন্ডপ্রাপ্ত তিনজনকে ১ লক্ষ টাকা করে অর্থদন্ডও দেয় বিজ্ঞ আদালত।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন,গোমস্তাপুর থানাধীন বোগলা গোপালনগর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সামসুল হক, একই থানাধীন চকপুস্তম গ্রামের নজরুল ইসলাম টুনুর ছেলে সাইফুল ইসলাম (সাইফুল), নিমতলা ঘুন্টিটোলা গ্রামের মাহতাবের ছেলে মোঃ শামীম ও আব্দুল মোতাকব্বির ওরফে বুলবুল ওরফে ফাহিম ওরফে নবীন ওরফে সজিব ওরফে সনি। যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড দেয়া হয়, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত।

Share it:

চাঁপাইনবাবগঞ্জ

Post A Comment:

0 comments: