about

about

Total Pageviews

Popular Posts

Blog Archive

Search This Blog

গুরুতর অসুস্থ মাওলানা তারিক জামিল- মুসলিমদের কাছে দোয়া চেয়েছেন

Share it:
অনলাইন ডেস্কঃ
অডিও বার্তায় নিজের অসুস্থতার সংবাদ দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত দাঈ, দ্যা মুসলিম৫০০-এর অন্যতম ইসলামি স্কলার মাওলানা তারিক জামিল।

রায়বেন্ড তাবলিগ মারকাজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি অডিও বার্তায় মাওলানা তারিক জামিল নিজের অসুস্থতার কথা জানান।

তিনি বলেন, গত পরশু আমার হঠাৎ করে হৃদযন্ত্রে ব্যথা ওঠে। হাসপাতালে গেলে আমার আরেকটি রিং পরতে হয়। আগে আমার হার্টে দুইটি রিং পরানো হয়েছিলো।

এবারেরটিসহ মোট তিনটি রিং হলো। ডাক্তার আমাকে রেস্ট নিতে বলেছেন। সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন। সূত্রমতে জানা যায়,

রায়বেন্ড ইজতেমার ২য় পর্বে শনিবার বাদ জোহর মাওলানা তারিক জামিলের বয়ানের কথা থাকলেও তিনি বয়ান করতে পারবেন কি না সন্দেহ রয়েছে।

রায়বেন্ড মারকাজ থেকে এ বিষয়ে জানতে হজরতের সঙ্গে যোগাযোগ করেছেন, রায়বেন্ড মারকাজের মাওলান সুহাইল আহমদ ও মাওলানা ইহসানুল হক।

যোগাযোগ করলে তিনি তার অসুস্থতার কথা জানান। সবার কাছে দোয়া চান। উল্লেখ্য, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছিলো

বার্ষিক ইজতেমার ১ম পর্ব। আজ থেকে শুরু হয়েছে রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব। ইজতেমার তৃতীয় দিনে মাওলানা

তারিক জামিলের বয়ান করার কথা ছিলো। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর রোজ রোববার।
Share it:

Post A Comment:

1 comments:

  1. আল্লাহ তাকে সুস্থতা দান করুক

    ReplyDelete