নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ -১ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন আমি কখনো শিবগঞ্জে মারামারি-হানাহানির রাজনীতি চাইনা। আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করিনা। তবুও এক শ্রেণীর মানুষ আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন।
আজ ০৩/১১/২০১৯ ইং তারিখে বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে একটি শোক সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল নেতাকর্মী সমবেত হয়।
আর উক্ত সভার পাশেই বিনোদপুর ইউনিয়ন যুবলীগ এর কিছু নেতাকর্মী সেখানে একটি র্যালী করে। আর র্যালী টি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
এরপর যখন আওয়ামী লীগের প্রোগ্রাম শুরুর জন্য মঞ্চে সূরা পাঠ করা হচ্ছিল ঠিক তখন পাশে সেই র্যালী করা যুবলীগ নেতাকর্মীরা ফুল ভলিয়মে মাইক বাজিয়ে কথা বলছিল। যার কারনে বিঘ্নিত ঘটছিল সভার। আর যুবলীগ এর এই আচরণ দেখে সভায় থাকা কিছু আওয়ামীলীগের নেতাকর্মী তাদের ওপর ক্ষিপ্ত হউন। সেই সব আওয়ামীলীগ নেতাকর্মী র্যালী করা যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের বাইরে গিয়ে কোন সাহসে আওয়ামী লীগের বিপরীতে আর একটা প্রোগ্রাম দিতে পারে।
এমতাবস্থায় পরিস্থিতি বেসামাল হলে ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি় মঞ্চ থেকে নেমে সেখানে গিয়ে সকলকে শান্ত করে আবার মঞ্চে ফিরে আসেন। এক পর্যায় খুব সুন্দর ভাবে শোকসভা ও দোয়া মাহফিল এর অনুষ্ঠানটি শেষ হয়। আর এমপি মহোদয় মাইকে তিনার বক্তব্যে তিনি সবাই কে বলেন এখানে জেন আর কোন গণ্ডগোল না হয়। আমি বিনয়ের সহিত সবাই কে অনুরোধ করছি কেউ আর কোন প্রকার গণ্ডগোল করবেন না। আমরা সবাই আওয়ামীলীগ। আর আওয়ামীলীগ আওয়ামীলীগ গণ্ডগোল করলে দলের জন্য কোন দিন শুভ বার্তা বয়ে আনবে না।
এমপি ডাঃ শিমুল তিনার বক্তব্য শেষ করে সেখান থেকে সোজা মোনাকাশা ফিরে আসেন। ডাঃ শিমুলের সাথে কোন প্রকার গাড়িবহর ছিল না। তার ব্যক্তিগত গাড়ি ব্যতীত। আর ডাঃ শিমুল বাসায় ফিরে নামাজ পড়ে আবার নেতাকর্মীদের নিয়ে বাসায় বসলে খবর আসে বিনোদপুরে মারামারি হয়েছে। যখন বিনোদপুরে দুই পক্ষের মারামারি হয় তখন ডাঃ শিমুল তার মোনাকশার বাড়িতে অবস্থান করছিলেন।
কিন্তু শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভি আলোম রানা সাংবাদিকদের বলেন এমপি মহোদয় এর লোকজন এমপি মহোদয় এর উপস্থিতিতেই তাদের মেরেছেন? আর এই ঘটনার সত্যতা জানতে আমাদের চাঁপাই অনুসন্ধান- টিম রাতে বিনোদপুর ইউপিতে সরজমিনে গিয়ে সাধারণ মানুষের কাছে খোঁজ নেন আর জানতে পাড়েন এমপি ডাঃ শিমুল দুই পক্ষের মারামারির অনেক আগেই সভা শেষ করে বাসায় ফিরে যায়। যারা বলছেন ডাঃ শিমুল এমপি উপস্থিত থেকে এই সব মারামারি হয়েছে কথাটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
এমপি ডাঃ শিমুলের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আমাদের জানান, আমার নামে এই সব মিথ্যা প্রচার করা হচ্ছে। আমি সেখানে ছিলাম না। মারামারি যখন দুই পক্ষ করে তখন আমি আমার নিজ বাসাতে আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে বসে কথা বলছিলাম তবুও এক শ্রেণীর মানুষ সত্যতা না জেনে আমার নামে মিথ্যা কথা প্রচার করছেন। এতে আমি ব্যথিত হলেও ভিত নয় কেননা মিথ্যা দিয়ে কেউ বেশিদিন টিকতে পারেনি আগামীতে ও পারবে না ইনশাআল্লাহ।
Navigation

Good
ReplyDeleteঘটনা কি সত্য
ReplyDelete