চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃজিয়াউর রহমান আমাদের জানান, জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে এই সব ছাত্রশিবির কর্মী নাশকতার উদ্দেশ্যে শহরের বেলতলা এলাকায় একটি মেসে ১৫ থেকে ২০ জন জামায়াত শিবিরের নেতাকর্মী জমায়েত হয়। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বেলতলার ওই মেসে অভিযান চালানো হয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৫ জনকে বিস্ফোরক, দেশী অস্ত্র ও কিছু জিহাদি বইসহ আটক করে সদর থানা পুলিশ। তারা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আটককৃতরা হলেন --চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি আজিজুল হক। মহারাজপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ওমর ফারুক। ভোলাহাট উপজেলা ছাত্র শিবির সেক্রেটারি শামীম রেজা এবং ছাত্র শিবির কর্মী সিয়াম ও শফিকুল ইসলাম। উক্ত শিবির কর্মী আটকের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি জিয়াউর রহমান।

Post A Comment:
0 comments: