চাঁপাই অনুসন্ধান- টিম👀
প্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আপনাদের জন্য একদল তরুণ নিয়ে এসেছে এক ভিন্নরকম অনলাইন পত্রিকা "চাঁপাই অনুসন্ধান- ডটকম যা সবার কথা বলে। দেশের কথা বলে এবং আপনার কথা বলে। আমাদের চাঁপাই অনুসন্ধান-এর প্রতিবেদন গুলি সবার থেকেই আলাদা। আমাদের সাইট (www.Chapaionusondhan.com) টি একটিবার ভিজিট করে দেখেনিন চাঁপাইনবাবগঞ্জ জেলার হাতেগোনা কিছু নামধারী ব্যক্তিদের ফুলের মত পবিত্র চরিত্রগুলীর গুণাগুণ। তারা না খারাপ তারা না ভালো। তবুও তারাই আমাদের চোখের আলো।
প্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আপনাদের গ্রামে পাড়াতে ইউনিয়নে ওয়ার্ডে ও শহরে যেখানে দেখবেন ঘুষ, সুদ,মাদক, চোর ডাকাত, ছিন্তাইকারী, চিটিংবাজ, ঘুষখোর, অপহরণ কারী, নারী নির্যাতনকারী, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী সহ সকল অপকর্মকারীর কার্যক্রম সেখান থেকেই ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর সাথে জানাবেন আমাদের একটু। আপনার আশেপাশে যেখানে দেখবেন ক্ষমতাবান লোক সাধারণ গরিব নিরীহ মানুষের সাথে অন্যায় ভাবে প্রতারণা করে আসছে। ক্ষমতার অপব্যবহার করছে। গরিব সাধারণ নিরীহ মানুষের সাথে ছিনিমিনি করছেন দয়া করে সাথে সাথে আমাদের একটু জানাবেন প্লিজ। আমরা হয়ত আপনার খুব বেশি উপকারে আসতে পারব না তবে আপনার নায্য অধিকার টুকু আপনাকে ফিরিয়ে দিতে কলম নিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। ভয় করবেন না। আপনার ইউনিয়নের প্রথম সারির যারা বর্তমান চেয়ারম্যান মেম্বার রয়েছেন। তাদের ভিতর অনেকেই সত্যিকার অর্থে ভালো মানুষ আছেন। আবার অনেক আছে খারাপ ও আর সেই সব খারাপ ভন্ড চেয়ারম্যান মেম্বারদের অপকর্মর যে কোন একটি সত্য ওয়ে বা তথ্য আমাদের ইনবক্সে দিন। আমরা অনুসন্ধান করে সঠিক টা বের করে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি জিনিষ মনে রাখবেন -আমাদের যে তথ্য টা দিবেন তা জেন সঠিক ও সত্য হয়। দয়া করে মিথ্যা কোন ওয়ে বা তথ্য দিয়ে আমাদের সমস্যায় ফেলবেন না। শুধু মাত্র সঠিক শুদ্ধ তথ্য টি আমাদের জানান বাকি কাজ আমরাই করব। সেই চেয়ারম্যান মেম্বার যত বড়ই ক্ষমতাধর হোক না কেন দুর্নীতি করলেই সে দুর্নীতিবাজ। আর একজন দুর্নীতিবাজ সমাজের সবার চোখেই খারাপ। সকলের কাছেই দোষী। আসুন এই সব অপকর্মকারী চেয়ারম্যান মেম্বারদের অপকর্মর কথা পুলিশ কে জানিয়ে দিন আর আমাদের একটু চিনিয়ে দিন। পুলিশ কে জানিয়ে দিন সাথে আমাদের একটু চিনিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা পুলিশ কে সঠিক তথ্য দিয়ে আমাদের কর্তব্য পালন করব। সাথে সেই ঘটনার প্রতিবেদন আমাদের ওয়েবসাইট এ প্রকাশ করব।
আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোন ঘটনার নিউজ করাতে চাইলে আমাদের সাথে অতিসত্বর যোগাযোগ করুন। কোন টাকা পয়সার লেনদেন ছাড়াই নিউজ করাতে পাড়বেন আমাদের দিয়ে। আমরা রেডি আছি। আপনার অপেক্ষায় আছি। আপনি আসুন আমাদের কাছে। আপনি জানান আমাদের। আমাদের চাঁপাই অনুসন্ধান টিম আপনার অপেক্ষাই।
প্রিয় জেলাবাসী আপনাদের চারিপাশে এমন কিছু ঘটনা ঘটে যা মিডিয়াতে প্রকাশ হয় না সমাজের ক্ষমতাবান ব্যক্তিদের জন্য তা ধামাচাপা রয়ে যায়। অনেক কিছুই হইত আপনার বলার ইচ্ছা আছে কিন্তু সত্য বা বিশ্বস্ত কোন মিডিয়াকে পাচ্ছেন না। ভরসা রাখতে পারেন আমাদের প্রতি ইনশাআল্লাহ আমরা চাঁপাই অনুসন্ধান টিম আপুনার পাশে আছি। আপনার গোপনীয়তা রক্ষা করার দ্বায়িত্ব আমাদের। আমরা বাংলাদেশ আইনের সকল নীতিমালা কে সম্মান করি। আর সংবিধান এর প্রতি সম্মান রেখেই আমাদের পথ চলা। দোয়া করবেন আমাদের জন্য। সমর্থন দিয়ে পাশে থাকবেন আমাদের। যাতে আমরা চাঁপাই অনুসন্ধান টিম সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক কাজ টি করতে সক্ষম হয়।
আপনার তথ্য পাঠানোর ঠিকানাঃ
১/ চাঁপাই অনুসন্ধান ফেসবুক আইডির ইনবক্সে।
২/ Chapaionusondhan@gmail.com এ
৩/ চাঁপাই অনুসন্ধান ফেসবুক পেজে।
৪/ চাঁপাই অনুসন্ধান টিউটর একাউন্টে।
৫/ চাঁপাই অনুসন্ধান ওয়েব সাইটের কন্ট্রাক অপশনে অথবা আমাদের কন্ট্রাক্ট মোবাইল নাম্বারে।
যে ভাবে তথ্য বা ছবি দিলে আপনি মনে প্রশান্তি পাবেন সে ভাবেই দিন। আমরা সে ভাবেই গ্রহণ করব আপনার নিকট হইতে। ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন চাঁপাই অনুসন্ধানে।
খোদা হাফেজ।
Navigation

Post A Comment:
0 comments: